আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৫৮। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদ ও পদের মেয়াদ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৫৮। মন্ত্রী প্রতিমন্ত্রী পদের মেয়াদ

(১) প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উপমন্ত্রী পদ শূন্য হইবে, যদি-

(ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন এবং জাতীয় পরিষদে গৃহীত হইলে;

(খ) তিনি সংসদ-সদস্য না থাকেন; [...]

(গ) এই অনুচ্ছেদের (২) দফা অনুসারে রাষ্ট্রপতি অনুরূপ নির্দেশ দান করেন;

() প্রতিমন্ত্রী বা মন্ত্রীর পদ শূন্য হইলে; অথবা

() এই অনুচ্ছেদের (৪) দফায় যেরূপ বিধান করা হইয়াছে তাহা কার্যকর হয়।

(২) প্রধানমন্ত্রী, মন্ত্রী বা প্রতিমন্ত্রী যে-কোন সময়ে তাঁদের মনোনীত কোন উপদেষ্টা বা উপমন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত উপদেষ্টা বা উপমন্ত্রী অনুরূপ অনুরোধ পালন না করিলে বা অসমর্থ হইলে, তাঁকে পরিষদে বক্তব্য পেশ করিবার সুযোগ দিয়া রাষ্ট্রপতিকে উক্ত নিয়োগের অবসান ঘটাইবার জন্য যথাযথ কারণ উল্লেখ করিয়া তিনি পরামর্শ দান করিতে পারিবেন।

(৩) সংসদ ভাংগিয়া যাওয়া অবস্থায় যে-কোন সময়ে কোন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের (১) দফার (ক) ও (খ) উপ-দফার কোন কিছুই অযোগ্য করিবে না।

(৪) মন্ত্রী বা প্রতিমন্ত্রীপদ শূন্য হইলে, উক্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীঅনুরূপ উপদেষ্টা ও উপমন্ত্রীর পদ শূন্য হইবে;

(৫) মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উপমন্ত্রী নির্বাচন, নিয়োগ, শপথ, কার্যবলি, দায়িত্ব ও কর্তব্য, অপসারণ এবং পদমর্যাদার ক্ষেত্রে এই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে। [...]

“১। তবে ৫৬ অনুচ্ছেদের (২) দফার শর্তাংশের অধীনে মনোনীত মন্ত্রীর ক্ষেত্রে ইহা প্রযোজ্য হইবে না”, “২। (৫) এই অনুচ্ছেদে "মন্ত্রী" বলিতে প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী  অন্তর্ভুক্ত


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"